-তুমি আমার বন্ধু হবে
খেলার মাঠে তেপান্তরে
ইচ্ছেমত পাহাড় নদী
পক্ষীরাজে ঘোড়ায়
চড়ে।।
তোমার সাথে গল্প হবে
চরকা কাটে চাঁদের
বুড়ি
ছুটির দিনে স্কুলের
মাঠে
দুপুর রোদে লাটাই
ঘুড়ি।।
রথের মেলা তোমার সাথে
অবাক চোখে নাগরদোলা
পুতুল নেবে? বলছে
হেঁকে
পাঁপরভাজা মটর ছোলা।।
সাত সকালে ডাকছে কে রে
চড়ুই পাখি উঠোন জুড়ে
পাহাড় নদী মেঘের
বাড়ি
হারিয়ে যাবি অনেক
দূরে?
তুমি আমার বন্ধু হবে
বৃষ্টি ভেজা বাদল দিনে
পুজোর ছুটি ঠাকুর দেখা
কালবোশেখি কি আশ্বিনে