Notice: Use of undefined constant dbcon - assumed 'dbcon' in /home/sristi29/public_html/joydhak/joydhak/includes/config.php on line 51 ওয়ার্ল্ড মিউজিক ডে
Notice: Use of undefined constant dbcon - assumed 'dbcon' in /home/sristi29/public_html/joydhak/joydhak/includes/sql.php on line 49
মাঠের মাঝে মনের সুখে
কাকতাড়ুয়া গাইছে গান
শালিখকে কাক বলল ভায়া
গান শোনা তো নিছক ফান;
কাকতাড়ুয়া কাককে বলে
তোদের আবার বড্ড ভয়
একটা গানের দল খুলি চ’
গান শোনাব বিশ্বময়;
এই কথাটা যেই
না শোনা ছোট্ট চড়ুই লেজ
তুলে
বলল আমি গাইব কোরাস
রেগুলারই গাই স্কুলে!
উড়তে উড়তে ল্যাজঝোলা এক
সঙ্গে আবার বুলবুলি
গানের সাথে আঁকবি ছবি?
আছে তোদের রং তুলি;
কোকিল বলে গানের ক্লাসে
কী দুষ্টুমি হট্টগোল
কীর্তন আর বাউল গানের
সঙ্গে চলে রক এন রোল;
চাতক পাখি বলল এরা বড্ড
ফাজিল, ভরসা নাই
গাইবি কী গান তোদের
চয়েস আমার কিন্তু
বৃষ্টি চাই;
চশমা চোখে প্যাঁচায় বলে
গাইবি কী? যা অন্ধকার
জোছনা রাতে ভীমপলাশি
গাইবি না কেউ খবরদার!
কাকতাড়ুয়া নিয়ম করে
খানিক আদা মিশিয়ে চা’য়
বলল দ্যাখো ধ্রুপদ,
ধামার বঙ্গদেশে
লুপ্তপ্রায়;
লম্বা ঠোঁটের কাঠঠোকরা
বলল আমি গান জানি
বাবুই বলে কাঠখোট্টা
গাইবে তুমি হাউ ফানি;
হাঁড়িচাচা বলল আমার
ডিগ্রি তো রাগ সঙ্গীতে
গাইব ইমন বেহাগ পিলু
একশো রকম ভঙ্গিতে;
ইগলু
টিগলু বানিয়ে শেষে
পৌঁছে দেখে পেঙ্গুইন
বলল আমি ড্রাম বাজাব
একটুখানি সুযোগ দিন;
পরিযায়ী পাখির গলায় দেশ
বিদেশের নানান সুর
বলল জান এখান থেকে
সাইবেরিয়া অনেক দূর;
বক এসেছে লম্বা গলা
লাজুক ভারী লম্বা
ঠ্যাং
বৃষ্টি দেখে ব্যাঙগুলো
সব গান ধরেছে ঘ্যাঙর
ঘ্যাঙ;
সাত সমুদ্র তের নদী
পেরিয়ে এলো শঙ্খচিল
বলল আমি সুর দিয়েছি
শুনবে নাকি জ্যাক এন
জিল?